
রংপুর-ঢাকা মহাসড়কে রংপুরের পীরগঞ্জের বিশমাইল এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১০ জন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে মহাসড়কে পুলিশের টহল দল পীরগঞ্জ থেকে বড়দরগাহ অভিমুখে যাচ্ছিল। এ সময় টহল দল ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাককে সড়কের একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে। হাইওয়ে পুলিশ চালকের কাছে ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণ জানতে চায়।
এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি বাস ওই ট্রাক ও পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং পুলিশের পিকআপ ভ্যানটি সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। একই সঙ্গে পুলিশ হাইওয়ে পুলিশের সার্জেট পলাশ চন্দ্র ও সদস্য মিজানুর রহমানসহ ১০ জন আহত হন। আহতদের পীরগঞ্জ ও মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments