Image description

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন বদিউর রহমান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, বদিউর রহমান গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

অমিত রঞ্জন দে জানান, বদিউর রহমানের মরদেহ বরিশালে তাঁর জন্মস্থানে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর দাফন সম্পন্ন হবে।

বদিউর রহমানের মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। বদিউর রহমান ১৯৭২ সাল থেকে উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।