Image description

তরুণ সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ক্যারিয়ারভিত্তিক দিকনির্দেশনা ও প্রস্তুতির একটি সম্ভবনাময় ক্ষেত্র হয়ে উঠেছে ‘ক্যারিয়ার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’। এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে গত শুক্রবার অনুষ্ঠিত হলো এর দ্বিতীয় সিজন। এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সামিটে সিভিল ইঞ্জিনিয়ারিং খাতের অভিজ্ঞ পেশাজীবীরা বক্তৃতা দেন, যেখানে তারা ক্যারিয়ার পরিকল্পনা, ইন্ডাস্ট্রির চাহিদা, স্কিল ডেভেলপমেন্ট ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। উপস্থিত শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, চিন্তা ও আগ্রহ নিয়ে সরাসরি তাদের সাথে কথা বলার সুযোগ পান। 

উল্লেখ্য, এক্সিলেন্স বাংলাদেশ এর আগে বিভিন্ন বিষয়ের উপর ক্যারিয়ার সামিট আয়োজন করেছে। ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি অন্যান্য প্রকৌশল ও প্রযুক্তি শাখার শিক্ষার্থীদের নিয়েও আলাদা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা বেনজির আবরার।