
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রত্যাশীসহ নিহত হয়েছেন আরও ৬২ ফিলিস্তিনি। এরমধ্যে গাজা সিটিতেই হত্যা করা হয়েছে ৩৫ জনকে। ২৪ ঘণ্টায় এসব হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন বলছে, এছাড়া উপত্যকাটিতে প্রতিদিন অন্তত ২৮ জন শিশু নিহত হচ্ছে বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। হতাহতের সংখ্যা বাড়ছে।
এদিকে গাজায় পূর্ণাঙ্গ সরকার গঠন করে যুদ্ধবিরতি ও সব ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস। তবে সংগঠনটির এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নির্ধারিত শর্ত মেনে নিলেই যুদ্ধবিরতি সম্ভব বলে জানিয়েছে ইসরায়েল।
এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের দলে সেখানকার বাসিন্দারা জাতিগত নিধনের ঝুঁকিতে রয়েছে বলে দাবি ডক্টরস উইদাউট বর্ডার্সের।
Comments