
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন উপলক্ষে চীনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুতে যাত্রা করেছেন। এই ঘটনাকে বিশ্লেষকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন।
সম্মেলনের প্রথম দিনে তিয়ানজিনে মোদি, পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্ত আলোচনায় মেতে উঠতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে তিন নেতার হাস্যোজ্জ্বল ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ফুটে উঠেছে। মোদি ফেসবুকে লিখেছেন, ‘এসসিও সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পুতিন ও আমি একসঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুতে যাত্রা করছি। তার সঙ্গে আলাপচারিতা সবসময়ই অন্তর্দৃষ্টিপূর্ণ।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছে। তিনজনই ছিলেন হালকা মেজাজে।
তিন নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লেখেন, ‘তার সঙ্গে দেখা করা সবসময় আনন্দের।’
সম্মেলন ভেন্যু থেকে পাওয়া অন্যান্য ভিডিও ও ছবিতে মোদি, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে করমর্দন ও হাসিমুখে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করতে দেখা যায়।
মোদি আরও লেখেন, ‘তিয়ানজিনে আলাপচারিতা চলছেই! এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মতবিনিময়।’
সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার কারণে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে মোদি-পুতিনের ঘনিষ্ঠতা ভূ-রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এসসিও সম্মেলনে তিন নেতার এই মিলনমেলা আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি কৌশলগত মৈত্রীকে আরও জোরদার করার ইঙ্গিত দেয়।
Comments