Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট হুঁশিয়ারি দিয়েছেন, ভারত যদি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করে, তবে ট্রাম্প প্রশাসন কোনো ছাড় দেবে না। এই বক্তব্য ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় নতুন জটিলতা সৃষ্টি করেছে।

বুধবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেছে, যার মধ্যে রাশিয়ার তেল আমদানির জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক যুক্ত হয়েছে। ফলে ভারতের ওপর মোট শুল্ক এখন ৫০ শতাংশ, যা ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের জন্য সর্বোচ্চ।

মার্কিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হাসেট বলেন, “ভারত যদি একচুলও না সরে, প্রেসিডেন্ট ট্রাম্পও পিছু হটবেন না। রাশিয়ার ওপর চাপ বাড়ানো ও ভারতের বাজার মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করার দাবি—এই দুইয়ের সমন্বয়ে আলোচনা জটিল হয়ে পড়েছে।” তিনি আলোচনাকে ‘ম্যারাথন দৌড়ের’ সঙ্গে তুলনা করে বলেন, এতে ধৈর্য ধরে দীর্ঘ সময় লাগবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেছেন, ভারতের দীর্ঘসূত্রিতা ও অনাগ্রহী আচরণের কারণে আলোচনা বিলম্বিত হচ্ছে। তিনি ফক্স বিজনেসকে বলেন, “আমরা ভেবেছিলাম মে বা জুনের মধ্যে ভারতের সঙ্গে চুক্তি হয়ে যাবে, কিন্তু তারা বিলম্ব করছে।” তবে তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ও অর্থনীতির মধ্যে শেষ পর্যন্ত সমঝোতা হবে।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, কৃষক ও দেশের স্বার্থে তিনি কোনো আপস করবেন না। ভারতীয় সরকারের হিসাবে, এই শুল্কের ফলে প্রায় ৪৮.২ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।