
কুয়েতে স্থানীয়ভাবে উৎপাদিত বিষাক্ত মদ পান করে গত কয়েক দিনে ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মদ তৈরি ও সরবরাহের অভিযোগে নিরাপত্তা বাহিনী ৬৭ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। রোববার সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আবাসিক ও শিল্প এলাকা থেকে ছয়টি সক্রিয় এবং চারটি অস্থায়ী মদের কারখানা জব্দ করেছে। গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকটি এই অপরাধচক্রের নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানা গেছে। এক নেপালি সদস্য তদন্তকারীদের জানিয়েছেন কীভাবে এই মদে বিষাক্ত মিথানল মেশানো হতো।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিষাক্ত পানীয় পান করে অন্তত ১৬০ জন মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই এশীয় নাগরিক। আক্রান্তদের মধ্যে অন্তত ৫১ জনের জরুরি কিডনি ডায়ালাইসিস এবং ৩১ জনের ভেন্টিলেশন প্রয়োজন হয়েছে।
আল জাজিরা বলছে, মিথানল একটি বর্ণহীন বিষাক্ত অ্যালকোহল, যা পান করলে বমি, পেটব্যথা ও শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয়। সময়মতো চিকিৎসা না পেলে এটি প্রাণঘাতী হতে পারে। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা 'ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)' এর মতে, সময়মতো চিকিৎসা না পেলে এই ধরনের ঘটনায় মৃত্যু হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।
কুয়েতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েক দিনে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছেন।
Comments