Image description

যুক্তরাজ্যে কোকা-কোলা তাদের জনপ্রিয় পানীয় অ্যাপলটাইজারের কিছু ব্যাচ বাজার থেকে জরুরি ভিত্তিতে তুলে নিয়েছে। পরীক্ষায় দেখা গেছে, এসব পানীয়তে ক্লোরেট নামের এক রাসায়নিকের মাত্রা বেশি থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এই রাসায়নিক পদার্থটি সাধারণত পানি জীবাণুমুক্ত করার সময় তৈরি হয় এবং বেশি পরিমাণে গ্রহণ করলে বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

কোকা-কোলা জানিয়েছে, যে পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে, সেগুলো ছয় ক্যানের মাল্টিপ্যাকে বিক্রি হয়েছে। প্রতিটি ক্যানের নিচে ছাপা উৎপাদন কোড ৩২৮ জিএফ থেকে ৩৩৮ জিএফ এবং ব্যবহারযোগ্যতার তারিখ ৩০ নভেম্বর বা ৩১ ডিসেম্বর লেখা ক্যানগুলো বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

খুচরা বিক্রেতা সাইনসবুরিজ গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে যে, এসব ক্যান পান না করে দোকানে ফেরত দিলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। কোকা-কোলা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, তাদের অন্য কোনো পণ্যে এমন সমস্যা নেই।

চলতি বছরের জানুয়ারিতেও অ্যাপলটাইজার, কোকা-কোলা এবং স্প্রাইটের কিছু ব্যাচ যুক্তরাজ্যে বাজার থেকে প্রত্যাহার করা হয়েছিল।

ভোক্তারা কোকা-কোলার কাস্টমার কেয়ার নম্বর ০৮০০ ২২৭৭১১-এ যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসএ) এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সূত্র : ডেইলি এক্সপ্রেস