
গাজার মানবিক পরিস্থিতি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। মিসর ও জর্ডান সীমান্তে ২২ হাজার ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করলেও ইসরায়েল সেগুলোকে প্রবেশের অনুমতি দিচ্ছে না। জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে, উপত্যকার প্রতি তিনজনের দুজন দুর্ভিক্ষের মধ্যে রয়েছে এবং গত সোমবার অনাহারে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর কর্মীরা বলছেন, খাদ্য, পানি ও আশ্রয়ের অভাবে গাজার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তা আহমাদ আলহেনদাওয়ি গাজার পরিস্থিতিকে তাঁবুতে বোমা ফেলে হত্যাযজ্ঞ চালানোর চেয়ে কোনো অংশে কম নয় বলে উল্লেখ করেছেন।
বার্তা সংস্থা আনাদোলু জানায়, গত শুক্রবার ইসরায়েল মাত্র ৭৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয়, যা প্রয়োজনের তুলনায় একেবারেই সামান্য। গাজার কর্তৃপক্ষ বলছে, উপত্যকায় প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণের প্রয়োজন হয়।
এদিকে, আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় সোমবার এক দিনে আরও ৯৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২৯ জনই ক্ষুধার্ত অবস্থায় ত্রাণ নিতে এসে গুলিতে প্রাণ হারিয়েছেন। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬০ হাজার ৯৩৩ জন।
Comments