
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ঘোষণা দিয়েছেন, গাজায় ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি না করে, পশ্চিমতীরের অধিগ্রহণ বন্ধ না করে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দেয়, তাহলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।
মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠকের পর স্টার্মার এ ঘোষণা দেন। তিনি জানান, ইসরায়েল যদি এই শর্তগুলো না মানে, তাহলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। সেপ্টেম্বরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত সপ্তাহে ফ্রান্সও জানিয়েছিল, তারা জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।
স্টার্মার বলেন, “ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে আমরা ইসরায়েলের সঙ্গে তুলনা করছি না। হামাসের প্রতি আমাদের আহ্বান, তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিক এবং যুদ্ধবিরতি চুক্তি করুক।” তিনি আরও বলেন, যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনার কোনো দায়িত্বে থাকতে পারবে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তাদের লক্ষ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা।
Comments