
রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডোর হানাসাকি বন্দরে সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে। জাপানের সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানায়, হোক্কাইডোতে প্রায় ৩০ সেন্টিমিটার (১ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। জাপানের অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি রয়েছে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম ঢেউ আঘাত হানার পর আরও ভয়াবহ ঢেউ আসার শঙ্কা রয়েছে। রাশিয়ার কামচ্যাটকা উপদ্বীপে আঘাত হানা এ ভূমিকম্প গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৮ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়।
এনএইচকে ওয়ার্ল্ড জানায়, সুনামির ঢেউ সাধারণ ঢেউয়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ ২০০ কেজি (৪৪১ পাউন্ড) শক্তি বহন করতে পারে, যা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য মারাত্মক হতে পারে।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, হোক্কাইডোর উত্তরাঞ্চলসহ দেশটির বিভিন্ন অংশে বুধবার সকাল ১০টা থেকে ৩ মিটারের (৯.৮ ফুট) বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। এটি ধীরে ধীরে দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
রাশিয়ায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ভূমিকম্পকে কামচ্যাটকা উপদ্বীপে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে বিবেচনা করা হচ্ছে।
সতর্কতা ও প্রস্তুতি
জাপান সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সুনামির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments