Image description

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য অর্থায়ন বাতিলের প্রস্তাব দিয়েছে আমেরিকার হোয়াইট হাউসের বাজেট অফিস।  মালি, লেবানন এবং কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে মিশনগুলোর ব্যর্থতাকে এই প্রস্তাবের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অভ্যন্তরীণ পরিকল্পনা নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা হলো যুক্তরাষ্ট্র, যার পরেই আছে চীন। যুক্তরাষ্ট্র জাতিসংঘের ৩.৭ বিলিয়ন ডলারের মূল নিয়মিত বাজেটের ২২ শতাংশ দেয়। আর ৫.৬ বিলিয়ন ডলারের শান্তিরক্ষা বাজেটের ২৭% অর্থায়ন করে থাকে। এই অর্থায়ন বাধ্যতামূলক।

১ অক্টোবর থেকে শুরু হওয়া আমেরিকার আসন্ন অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের তহবিল অনুরোধের জবাবে
 হোয়াইট হাউসের বাজেট ব্যবস্থা দপ্তর থেকে পাসব্যাক নামের এ পরিকল্পনার কথা জানানো হয়। পুরো পরিকল্পনায় পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় অর্ধেকে কমিয়ে আনার কথা বলা হয়েছে।