
৫০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি। এছাড়া ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র সরবরাহের পরিকল্পনাও জানান মার্কিন প্রেসিডেন্ট।
ইউক্রেন নিয়ে তলানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক। দীর্ঘদিন পুতিনের প্রশংসা করলেও যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য এখন তাকেই দুষছেন ট্রাম্প।
এরমধ্যেই সোমবার হোয়াইট হাউজে বৈঠক করেন ন্যাটো প্রধান মার্ক রুটোর সঙ্গে। এ সময় পুতিনের ওপর অসন্তোষও প্রকাশ করেন ট্রাম্প।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সাথে অনেকবার কথা বলেছি। তারপরই জানতে পারি কিয়েভ বা অন্য কোনো শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বিষয়টি অদ্ভুত। ৩/৪ বার এমনটা হওয়ার পর বুঝলাম তাঁর সাথে কথপোকথনের কোনো মানে হয় না। বছরের পর বছর তিনি মানুষকে বোকা বানিয়েছেন। বুশ, ক্লিনটন, ওবামা, বাইডেনকে বোকা বানিয়েছেন।’
বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ৫০ দিন সময় বেঁধে দিয়ে, মস্কোর বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প।
Comments