
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে, যার পুরো খরচ ন্যাটো বহন করবে। একইসঙ্গে তিনি সোমবার (১৪ জুলাই) রাশিয়া নিয়ে একটি 'গুরুত্বপূর্ণ ঘোষণা' দেবেন বলেও জানিয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে চলমান যুদ্ধে অগ্রগতির অভাব নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আমরা অস্ত্র ন্যাটোতে পাঠাচ্ছি এবং ন্যাটো সেই অস্ত্রের সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে। তারপর ন্যাটো সেগুলো ইউক্রেনকে দেবে।"
তিনি আরও যোগ করেন, "আমরা ন্যাটোকে অস্ত্র পাঠাব, এবং ন্যাটো সেই অস্ত্রের পুরো খরচ ফেরত দেবে।"
ট্রাম্প ইউক্রেনকে সরাসরি মার্কিন অস্ত্র পাঠাতে প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথরিটি (PDA) ব্যবহার করবেন। এই ক্ষমতা প্রেসিডেন্টকে জরুরি পরিস্থিতিতে মিত্র দেশকে সহায়তা দেওয়ার জন্য নিজস্ব অস্ত্র মজুত থেকে সরাসরি অস্ত্র হস্তান্তরের সুযোগ দেয়।
দুটি সূত্রের খবর অনুযায়ী, এই প্যাকেজের মূল্য হতে পারে প্রায় ৩০০ মিলিয়ন ডলার, এবং এতে প্রতিরক্ষামূলক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও আক্রমণাত্মক মাঝারি পাল্লার রকেট অন্তর্ভুক্ত থাকতে পারে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনকে কেবল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদিত অস্ত্রই পাঠাচ্ছিল। তবে এখন তিনি নিজের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে সরাসরি অস্ত্র সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প এর আগে ইউক্রেনে অর্থ ও অস্ত্র সহায়তা নিয়ে প্রশ্ন তুললেও, সম্প্রতি তিনি কিয়েভের প্রতি সমর্থন জানিয়েছেন এবং রাশিয়ার নেতৃত্বের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন।
Comments