Image description

বরগুনার তালতলীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১লা জুলাই) দুপুর ১২টার দিকে তালতলী বাজারে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, এক ব্যবসায়ীকে মারধরের জেরে এই সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে নৌ-বাহিনীর সদস্যরা দ্রুত এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা গেছে, গত রোববার তালতলী বাজারের প্রতিবন্ধী ব্যবসায়ী আবুল কালামকে মারধর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক। এই ঘটনার বিচার চেয়ে সোমবার বাজার কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম মামুনকে সাথে নিয়ে ভুক্তভোগী আবুল কালাম সংবাদ সম্মেলন করেন।

এর প্রতিবাদে মঙ্গলবার সকালে আহ্বায়ক শহিদুল হকের অনুসারীরা মানববন্ধন করে। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন এবং সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের সমর্থকরা শহিদুল হকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহজালাল জানিয়েছেন, নৌ-বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।