শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

সিরাজগঞ্জ শাহজাদপুরে গত ৩ দিন ধরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এইসএসসি পরীক্ষার্থী। অনশনকৃত পৌর সদরের পাড়কোলা মহল্লার মোঃ ইউনুস আলীর মেয়ে শাহজাদপুর সরকারি কলেজের ব্যাবসা শাখার এইসএসসি পরীক্ষার্থী আয়শা ইসলাম উর্মি।
জানা যায়, গত রবিবার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারার বাঙ্গালাপাড়া গ্রামের হারুনর রশিদ হিরুর ছেলে প্রেমিক রাজের বাড়িতে অবস্থান নিলে কৌশলে রাজ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এদিকে অনশনের ৩ দিন হয়ে গেলেও প্রেমিক রাজ লাপাত্তা থাকায় বিষয়টি সুরাহা করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম। অপরদিকে রাজ তাকে স্ত্রীর স্বীকৃতি না দিলে ঐ বাড়িতে আত্মহত্যা করবেন বলেও জানান পরীক্ষার্থী আয়শা।
অনশনরত ভূক্তভোগী শিক্ষার্থী আয়শা ইসলাম উর্মি জানান, প্রেমিক রাজ তার সহপাঠি হওয়ার সুবাদে গত দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের একপর্যায়ে তারা ১ বছর আগে “ইনসিয়া” নামের স্থানীয় একটি রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবের উপস্থিতিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাটকীয় ঐ বিয়ের মাধ্যমেই তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। এ সম্পর্ক চলাকালে আয়শার পেটে বাচ্চা আসলে দুজনের সম্মতিতেই স্থানীয় একটি ক্লিনিকে গিয়ে এবার্সন করায়। পরে দুই পরিবারের সম্মতিতে সংসার শুরুর কথা থাকলেও রাজ নানা ভাবে টালবাহানা করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে আয়শা রাজকে চাপ দিলে রাজ তাদের বিয়েকে অস্বীকার করে আয়শাকে অন্য কাউকে বিয়ে করতে বলে। এদিকে আয়শা-রাজের নাটকীয় বিয়ে এবং প্রেম কাহিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মুখে মুখে রটে যাওয়ায় নিরুপায় আয়শা চলমান এইসএসসি পরীক্ষা শেষ করেই স্ত্রীর স্বীকৃতির দাবিতে রাজের বাড়িতে অনশন শুরু করে। এরপর রাজের পরিবার মারধর ও নানাভাবে ছলচাতুড়ি করেও আয়শাকে বিদায় করতে না পেরে গা ঢাকা দেয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম জানান, স্ত্রীর স্বীকৃতি চেয়ে মেয়েটি অনশন করছে। প্রেমিক রাজ লাপাত্তা থাকায় আপাতত কিছু করাও সম্ভব হচ্ছে না। মেয়েটির নিরাপত্তার সাথে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই জনপ্রতিনিধি।
এ বিষয়ে পোতাজিয়া ইউনিয়ন বিটের দায়িত্বরত শাহজাদপুর থানার এসআই এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জটিল আকার ধারন করা এ বিষয়টি স্থানীয় সমাজসেবা অফিসকে অবহিত করা হয়েছে তারাই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেইসাথে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা ঘটনার দ্রুত সুরাহার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Comments