Image description

বাংলাদেশের ‘দুটি চিকেন নেক’ রয়েছে দাবি করে সেগুলোকে আরও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। 

বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি এক বিতর্কিত পোস্ট দেন, যেখানে রংপুর ও চট্টগ্রাম নিয়ে তাঁকে প্রচ্ছন্ন হুমকি দিতে দেখা যায়। সোমবার এবিপি লাইভ এ খবর জানিয়েছে। এক্স-এ হিমন্ত দাবি করেন, বাংলাদেশের নিজস্ব দুটি ‘চিকেন নেক’ আছে। দুটিই অনেক বেশি ঝুঁকিপূর্ণ। 

প্রথমটি হলো ৮০ কিলোমিটার উত্তর বাংলাদেশ করিডোর, যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত। এখানে যে কোনো বিঘ্ন পুরো রংপুর বিভাগকে বাংলাদেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। 

হিমন্ত বলেন, দ্বিতীয়টি হলো ২৮ কিলোমিটার চট্টগ্রাম করিডোর, যা দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ভারতের চিকেন নেকের চেয়ে ছোট এ করিডোরটি বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী ও রাজনৈতিক রাজধানীর মধ্যে একমাত্র সংযোগস্থল।