Image description

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, ভারত যদি উত্তেজনা আর না বাড়ায় তাহলে পাকিস্তান কোনও ‘‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’’ নেবে না। ভারতের হামলার পর বিশ্বের কাছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার ও সেনাপ্রধান এই অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা সানাউল্লাহ বলেন, ‘‘আমরা ভারতকে উপযুক্ত জবাব দিয়েছি। যদি তারা (ভারত) আরও পদক্ষেপ নেয়, তাহলে আমরা সেই পদক্ষেপের শক্তিশালী জবাব দেব।’’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। আন্তর্জাতিক আইন মেনেই পাকিস্তানের সামরিক নেতৃত্ব যথাযথ প্রতিক্রিয়া দেখাবে।

দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল) নেতা রানা সানাউল্লাহ বলেন, ‘‘জাতির প্রতিরক্ষার অভিভাবক হিসাবে তাদের এই অধিকার রয়েছে এবং জাতীয় নিরাপত্তা কমিটির সভাতেও এই বিষয়ে ঐকমত্য হয়েছে।

তিনি বলেন, ‘‘আমাদের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব এবং সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীও জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভারত যদি কোনও আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে আমরা তার কঠোর প্রতিক্রিয়া জানাবো এবং আমরা সেটি করেছি।’’