কেপিজেড সিকিউরিটি সেট নির্মাণে উত্তেজনা, দখলের অভিযোগ স্থানীয়দের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) একটি সিকিউরিটি সেট নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার(১০ মে) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর খলিফাপাড়া এলাকায় কেপিজেড কর্তৃপক্ষ এই নির্মাণ কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দা মো. হাশিম চৌধুরী অভিযোগ করে বলেন, তার ক্রয়কৃত ১ একর ৬০ শতক জমির উপর কেপিজেডের নিজস্ব নিরাপত্তা কর্মীরা জোরপূর্বক এই সিকিউরিটি সেট নির্মাণ করছেন। তবে কেপিজেড কর্তৃপক্ষের দাবি, তারা তাদের নিজস্ব মালিকানাধীন জমিতেই এই নির্মাণ কাজ চালাচ্ছেন।
জমির মালিকানা দাবি করে মো. হাশিম চৌধুরী আরও জানান, গত বুধবারের ঘটনার পর কেপিজেড কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেও রাতের আঁধারে সিকিউরিটি সেট স্থাপনের মাধ্যমে জমি দখলের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, কেপিজেড নামজারি পাওয়ার পর থেকে এলাকার ব্যক্তি মালিকানাধীন জমি এবং স্থানীয়দের জায়গা দখলের পাঁয়তারা করছে, যা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের আইন বিষয়ক কর্মকর্তা এডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘সরকার শিল্প কারখানা স্থাপনের জন্য কেইপিজেডকে ২ হাজার ৪৯২ একর জমি বরাদ্দ দিয়েছে। এই জমির কিছু অংশ সরকারি খাসজমি হলেও কিছু ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। অধিগ্রহণকৃত ব্যক্তি মালিকানা জমির ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণের অর্থ এলএ শাখায় জমা দেওয়া হয়েছে।’
Comments