Image description

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত সরকার পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশটির একাধিক গণমাধ্যম সূত্রে খবর, এই পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম আকরাম, শান মাসুদ, হাসান আলী, নাসিম শাহ, ইমাম-উল-হক, শাদাব খান, শোয়েব আখতার, শহীদ আফ্রিদি এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।

ভারতীয় ব্যবহারকারীরা এই সকল ব্যক্তিত্বের প্রোফাইলে প্রবেশ করতে গেলে একটি বার্তা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে, ‘ভারতে এই অ্যাকাউন্ট প্রদর্শনযোগ্য নয়। আমরা এই কনটেন্ট নিয়ে একটি আইনি অনুরোধ পেয়েছিলাম। আমাদের নীতিমালার সঙ্গে মিলিয়ে এবং মানবাধিকার–সংক্রান্ত মূল্যায়ন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংশ্লিষ্ট এলাকায় এটি স্থানীয় আইনের পরিপন্থি। তাই এই কনটেন্টটি সীমাবদ্ধ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাম এলাকায় পর্যটকদের ওপর এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। এই ঘটনার পর থেকেই ভারত সরকার পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের উপর নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করে। বৃহস্পতিবার, পাকিস্তানের অলিম্পিক স্বর্ণজয়ী জ্যাভেলিন থ্রোয়ার অর্জাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে ব্লক করা হয়েছে।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার, শহীদ আফ্রিদি ও বাসিত আলীর ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় ভারত সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার’ স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়াও, ভারত সরকার আরও ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে, যেগুলির বিরুদ্ধে উসকানিমূলক ও সাম্প্রদায়িক সংবেদনশীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে। এই চ্যানেলগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, আরইওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ এবং রাজি নামা।