Image description

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি গাড়ি বিস্ফোরণে দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম ইয়ারোস্লাভ মোসকালিকা। শুক্রবার রাশিয়ার কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা আনাদোলু।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, মস্কো অঞ্চলে শুক্রবার সকালে একটি গাড়ি বিস্ফোরণে একজন সিনিয়র সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

কমিটির মুখপাত্র স্বেতলানা পেট্রেনকো নিশ্চিত করেছেন, জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টরেটের ডেপুটি চিফ ইয়ারোস্লাভ মোসকালিক গাড়িতে ছিলেন। তখন একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে গাড়িটিতে।

পেট্রেনকো মস্কোতে সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরক যন্ত্রটিতে ৩০০ গ্রামের বেশি টিএনটির সমতুল্য শক্তি ছিল।’ এর আগে গতবছর রাশিয়ান কেমিক্যাল, বায়োলজিক্যাল এবং নিউক্লিয়ার ডিফেন্স ট্রুপসের প্রধান ইগর কিরিলোভও একই ধরনের হামলায় নিহত হয়েছিলেন। ওই হামলার জন্য দায় স্বীকার করেছিল ইউক্রেনের গোয়েন্দা সংস্থা।