
পাকিস্তানের কোয়েটায় রাস্তার পাশে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ‘ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি’র (এফসি) চার সদস্য প্রাণ হারিয়েছেন। তাঁরা প্যারামিলিটারি বাহিনী ‘ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি’র সদস্য ছিলেন বলে জানা গেছে। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার কোয়েটার মারগেট এলাকায় এ বিস্ফোরণ ঘটেছে।
পুলিশ জানায়, নিহত সদস্যরা গাড়িতে করে মারগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে চার সদস্য নিহত হওয়ার পাশাপাশি আরও তিনজন আহত হয়েছেন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। এর পরিপ্রেক্ষিতে তারা ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে।
হান্না উরাক স্টেশন হাউস অফিসার নাভিদ আখতার বলেন, নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকে কোয়েটা শহরতলিতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সিপাহী খলিল ও সিপাহী জাহিদ। আহতদের মধ্যে ল্যান্স নায়েক জাফর, লাইন্স নায়েক ফারুক ও সিপাহী খুররম সেলিম রয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
ডন জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।
Comments