
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা ভূখণ্ডে রোববার দিনভর হামলা চালিয়ে আরও ৩৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় লেবাননেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী, এতে আরও দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে ইয়েমেনের রাজধানী সানার একটি জনপ্রিয় বাজারে মার্কিন বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রাজধানী সানায় একটি জনপ্রিয় বাজারে সর্বশেষ মার্কিন হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। হুতি যোদ্ধারা বলেছে যে হামলায় ভবন এবং ব্যক্তিগত বাণিজ্যিক দোকানগুলোর উল্লেখযোগ্য ক্ষতি করেছে।
অন্যদিকে গত মাসে গাজায় ১৫ জন স্বাস্থ্যকর্মীকে হত্যার ঘটনাকে ‘অপারেশনাল ভুল বোঝাবুঝি’ এবং ‘আদেশ লঙ্ঘন’ ছিল বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। এ ঘটনা তদন্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একাধিক ব্যর্থতা উঠে এসেছে। ঘটনার সঙ্গে যুক্ত উপ-কমান্ডারকে বরাখাস্ত করেছে নেতানিয়াহুর দেশ। তিনি ব্রিফিংয়ের সময় ‘অসম্পূর্ণ ও ভুল তথ্য প্রদান করেছেন’ বলে অভিযোগ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি রেড ক্রস সোসাইটির অ্যাম্বুলেন্সে থাকা ১৪ জন স্বাস্থ্যকর্মী এবং জাতিসংঘের একজন কর্মী নিহত হয়। এ ঘটনায় ইসরায়েলের আইডিএফ বাহিনী বিবৃতিতে জানায়, অ্যাম্বুলেন্স এবং জাতিসংঘের গাড়িটি শত্রুপক্ষের মনে করে গুলি চালানো হয়।
Comments