কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগদান না করায় চরম দুর্ভোগে গ্রাহক

দেশের পল্লীবিদ্যুৎ খাতকে দুর্নীতি, অনিয়ম ও শোষণ থেকে মুক্ত করার দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীররা কয়েকটি দাবী জানিয়েছে আসছে। তার মধ্যে হচ্ছে- বিদ্যুৎ বিভাগের গঠিত দুটি কমিটির চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ, চুক্তিভিওিক মিটার রিডার, লাইন শ্রমিক, বিলিং সহকারিদের নিয়মিত করন এবং বরখাস্ত কর্মকর্তা কর্মচারীদের পুনর্বহালের দাবি। ১৭ আগষ্ট থেকে হয়রানী মুলকভাবে বরখাস্তকৃতদের আদেশ বাতিল করে পুর্বের কর্মস্থলে ফেরত পাঠানো। জরুরী সেবায় নিয়োজিত লাইন-ত্রুুদের কর্মঘন্টা নির্ধারন এবং আন্দোলনকারী বঞ্চিত পাচজন কর্মীর যোগদানের ব্যবস্থা। দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন। দাবী না মানায় তারা গণছুটির নামে অনুপস্থিত রয়েছে।
পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সুত্রে জানা যায়, কালিয়াকৈর এলাকায় রয়েছে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ জোনাল অফিস। পৌরসভার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় চন্দ্রায় পল্লীবিদ্যুৎ জোনাল অফিস। উপজেলার মৌচাক ও ফুলবাড়িয়া এলাকায় রয়েছে দুটি পল্লীবিদ্যুৎ জোনাল অফিস। ওই চারটি পল্লীবিদ্যুৎ জোনাল অফিসে মৌট কর্মচারীর সংখ্যা ২৬৪জন এর মধ্যে অনুপস্থিত রয়েছে ২০৬ন কর্মকর্তা কর্মচারী।
পল্লীবিদ্যুৎ জোনাল অফিস থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম তাদের অফিসে যোগদানের চেষ্টা চালালেও তারা অফিসে যোগদান করছেন না। এ ব্যাপারে ঢাকা পল্লীবিদ্যুৎ-১ এর প্রধান কার্যালয় থেকে নানা নির্দেশনা নানা ধরনে বার্তা দিলেও তাদের তারা যোগদান করছেন না।
তাদের ফেইসবুক গ্রুপ রয়েছে সেখানে অনুরোধ করা হলেও কোন কাজ হচ্ছেনা। বিদ্যুৎ নিয়ে নানা সমস্যা হলেও জরুরী কোন কাজ করা যাচ্ছেনা। অফিসগুলোতে কোন কর্মচারী নেই। সাধারন মানুষ বিদ্যুৎ গ্রাহকরা সেবা না পেয়ে চলে যাচ্ছে। কোন কোন অফিসে বাইরে লোক দিয়ে জরুরী সাময়িক সমস্যার সমাধানের চেষ্টা করছেন। দু একজন কর্মচারী কাজ করতে চাইলেও অন্যদের চাপে তাকে চলে যেতে হচ্ছে।
ফুলবাড়িয়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল খালেক যুগান্তরকে জানান, আমার অফিসে ৩১ জন ছুটির আবেদন করেছেন। যার তালিকা থানায় জমা দেওয়া হয়েছে। আমার অফিসে শুধু ক্যাশিয়ার আছে। কর্মচারীদের ম্যাসেস দিচ্ছি, সিনিয়র জিএমদের ম্যাসেজ অর্ডার পৌছে দিচ্ছি, গ্রুপে অনুরোধ করছি তারা কোন কর্নপাত করছেনা।
কালিয়াকৈর জোনাল অফিসের ডিজিএম সাহারুল ইসলাম বলেন, আমরা বিদ্যুৎ সচল রাখার চেষ্টা করতেছি।সবাইকে কাজে ফেরানোর জন্য ঊর্ধ্বতন কৃর্তপক্ষ চেষ্টা করতেছেন।
Comments