
মাদারীপুরের রাজৈরে টেকেরহাট বন্দরের প্রধান সড়ক দখল করে গড়ে ওঠা মাছ, মাংস ও কাঁচাবাজারসহ নানা অবৈধ স্থাপনা সরিয়ে দিয়েছে পৌরসভা। বুধবার সকাল ১০টা থেকে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হয়।
অভিযানে মাছ ও মাংস বাজার স্থানান্তর করা হয় টেকেরহাট সুপার মার্কেটে, আর অস্থায়ী কাঁচাবাজার সরানো হয় টহল ঘরে। দীর্ঘদিন ধরে সুপার মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট, সুফি জোনাবালী সড়ক, নজরুল ক্লাব ও মোল্লা মার্কেটের সামনে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দোকান বসিয়ে আসছিলেন। এতে পথচারীরা চরম ভোগান্তিতে পড়তেন এবং যানজট লেগেই থাকত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীম আক্তার, পৌর প্রকৌশলী মো. কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল, পৌরসভার নির্বাহী প্রশাসক মো. ইকরাম উল্লাহ, রাজৈর থানার এসআই ফরিদ উজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার কর্মচারীরা।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, টেকেরহাট বাজারে অবৈধ দোকান ও স্থাপনার কারণে জনসাধারণের চলাচলে দীর্ঘদিন ভোগান্তি হচ্ছিল। ভবিষ্যতে সড়ক দখল করে আর কোনো ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।
Comments