
বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান এবং হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান শুধু তারকা ঘরনী নন, পাশাপাশি তারা দুজনেই প্রখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার। তাদের নকশায় সাজানো হয় তারকাদের বিলাসবহুল আবাস। তবে এই ডিজাইনের জন্য তাঁরা কত পারিশ্রমিক নেন, তা নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে।
সুজান খান জিরোধানির ‘জিরো ১ হাসল’-এ দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি প্রতি স্কয়ার ফুটের জন্য নির্দিষ্ট ডিজাইন ফি নেন। ফি’র পরিমাণ নির্ভর করে বাজেট, লোকেশন ও উপকরণের মানের ওপর। একটি ২ হাজার স্কয়ার ফুটের অ্যাপার্টমেন্টের জন্য ফি স্কয়ার ফুটপ্রতি ১ হাজার ২০০ থেকে ২ হাজার রুপি। উদাহরণস্বরূপ, মুম্বাইয়ের ১ হাজার ৫০০ স্কয়ার ফুটের একটি বিলাসবহুল বাড়ির ডিজাইন খরচ ২৫ থেকে ৩০ লাখ রুপি। তিনি কাজ শুরুর আগে ৩০ শতাংশ অগ্রিম নেন, এরপর ধাপে ধাপে ডিজাইন ও সাজানোর কাজ সম্পন্ন করেন।
অন্যদিকে, গৌরী খানের পারিশ্রমিক নিয়ে অফিসিয়াল কোনো তথ্য প্রকাশিত হয়নি। তবে ইন্টেরিয়র এ টু জেট–এর তথ্য অনুযায়ী, তাঁর পরামর্শ ফি শুরু হয় ৬ লাখ রুপি থেকে। আবাসিক প্রকল্পের জন্য খরচ ৩০ লাখ থেকে শুরু হয়ে প্রকল্পের আকার ও জটিলতার ওপর নির্ভর করে ৫ কোটি রুপির বেশি হতে পারে। বিলাসবহুল ভিলার জন্য খরচ ৩ কোটি থেকে ১০ কোটি রুপি, এবং কমার্শিয়াল প্রকল্পের জন্য ৫০ লাখ থেকে ২০ কোটি রুপি পর্যন্ত হতে পারে। এছাড়া, গৌরী নিজস্ব ডিজাইনের আসবাব তৈরি করেন, যার একেকটির দাম ৫ লাখ রুপি পর্যন্ত।
উল্লেখ্য, এই তথ্যগুলো বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে অনুমান করা হয়েছে এবং গৌরী খানের টিমের পক্ষ থেকে এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
Comments