
কে বলেছে শুধু বলিউড বা দক্ষিণী তারকারাই পূজিত হন? একসময় মাধুরী দীক্ষিত, হেমা মালিনী, লতা মঙ্গেশকরের ছবি আসনে রেখে ভক্তরা করতেন পূজা। অমিতাভ বচ্চনের নামে মন্দির যেমন কলকাতায় আছে, দক্ষিণে রজনীকান্তের জন্যও তৈরি হয়েছে ভক্তমন্দির। এমনকি সামান্থা রুথ প্রভুর জন্যও গত বছর এক অনুরাগী বানিয়ে ফেলেছিলেন মন্দির। টলিউডেও দেব-জিতের ছবির মুক্তি ঘিরে দেখা গেছে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’–এর উন্মাদনা, পোস্টারে দুধাভিষেকের দৃশ্য।
এবার সেই তালিকায় যোগ হলেন কলকাতার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অনুরাগীদের কাছে তিনি এখন সেখানকার একমাত্র ‘লেডি সুপারস্টার’। মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘ধূমকেতু’।
পশ্চিমবঙ্গের বিনোদিনী থিয়েটারে সম্প্রতি দেখা গেল সেই আবেগের চূড়ান্ত রূপ-শুভশ্রীর পোস্টারে দুধ ঢেলে দিলেন ভক্তরা, গলা ফাটিয়ে উঠল স্লোগান-‘জয় মা শুভশ্রী!’ কোথাও আবার ফুলে ঢেকে দেওয়া হচ্ছে পোস্টার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিনেমাটি মুক্তির দিন থাকায় ভোর ৭টা থেকেই হলমুখী হতে শুরু করে দর্শকরা। দীর্ঘ ৯ বছর পর দেব-শুভশ্রী অভিনীত সিনেমা দেখতে পাওয়ায় আবেগে ভাসছেন ভক্তরা।
সিনেমার এ সাফল্যে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন দেব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানান, ২৫০টিরও বেশি শো হাউজফুল। ধূমকেতু অপ্রতিরোধ্য।
রানা সরকার প্রযোজিত সিনেমা ‘ধূমকেতু’ হৃদয়স্পর্শী গল্পকে কেন্দ্র করে নির্মিত। সিনেমায় কেন্দ্রীয় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি।
Comments