
মডেল রিয়া মনি বলেছেন যে তিনি হিরো আলমকে ডিভোর্স দেবেন। বৃহস্পতিবার দুপুরে একটি গণমাধ্যমকে তিনি জানান, হিরো আলম তাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং তার মধ্যে কোনো পরিবর্তন নেই।
রিয়া মনি বলেন, হিরো আলম আত্মহত্যার নাটক করার পর তিনি তার কাছে ফিরে গিয়েছিলেন, কিন্তু দেখেন যে তিনি আগের মতোই অন্যান্য নারীর সঙ্গে সম্পর্ক রাখছেন।
রিয়া মনি অভিযোগ করেছেন যে, হিরো আলম তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অন্য নারীদের সঙ্গে সম্পর্ক রাখা থেকে বেরিয়ে আসবেন। কিন্তু সম্প্রতি তিনি বগুড়ায় যাওয়ার কথা বলে আরেক মডেল ইতির কাছে গিয়েছেন। রিয়া মনির কাছে এর ভিডিও প্রমাণও আছে। তিনি আরও বলেন, হিরো আলম একই সঙ্গে মিথিলা ও ইতির মতো অনেকের সঙ্গে সম্পর্ক রাখছেন।
বর্তমানে কক্সবাজারে মডেল ম্যাক্স অভিকে নিয়ে একটি কাজের জন্য অবস্থান করছেন বলে রিয়া মনি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকায় ফিরে তিনি হিরো আলমকে ডিভোর্স দেবেন।
এরপর তিন মাস ম্যাক্স অভির সঙ্গে সময় কাটাবেন। যদি তাদের সম্পর্ক ভালো মনে হয়, তাহলে তিনি ম্যাক্স অভিকে বিয়ে করবেন।
Comments