
ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা মিষ্টি জান্নাতের বাবা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নায়িকা মিষ্টি জান্নাত নিজেই তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মিষ্টি জান্নাত বলেন, বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার (২৯ জুলাই) বাবার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে মঙ্গলবার মধ্যরাতে বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার জন্য সবাই দোয়া করবেন।
মিষ্টি জান্নাতের বাবার নাম মো. মকবুল হুসাইন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
Comments