Image description

ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে দেখা গেছে সাগরপাড়ে এক তরুণীর সঙ্গে। আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে জোর চর্চা। 

ছড়িয়ে পড়া ছবিটি একটি সেলফি, যা তুলেছেন সৃজিত নিজেই। এরপর থেকেই প্রশ্ন- সৃজিতের সঙ্গে থাকা সেই তরুণী কে?

মূলত ছবিটি পোস্ট করা হয়েছে মেয়েটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তরুণীর নাম সুস্মিতা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্যার চোখের মধ্যে।’

ওপার বাংলার নবাগত অভিনেত্রী সুস্মিতা। সৃজিত মুখার্জির পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে অভিনয় করছেন তিনি। ছবিটি তোলা হয়েছে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে। সেখানেই গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং।

এর আগে ‘মৃগয়া’ চলচ্চিত্রের একটি আইটেম গানে অভিনয় করে আলোচনায় আসেন সুস্মিতা। তবে এবার সৃজিতের সঙ্গে ছবি পোস্ট করে ফের নেটিজেনদের মন্তব্যের মুখে পড়েছেন তিনি।

এর পেছনে যথেষ্ট কারণও আছে। সুস্মিতার পোস্ট করা সেই ছবির কমেন্ট বক্সে সৃজিত নিজেই লাভ রিয়েকশন দিয়েছেন। ফলে মিশ্র প্রতিক্রিয়া আসছে ভক্তদের কাছ থেকেও।