
দীর্ঘদিন পর বাংলাদেশি গীতিকার-সুরকারের গানে কণ্ঠ দিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা। ‘আমার বলার কিছু ছিল না’, ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ঢাকাই চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন। নির্মাতা ফজল আহমেদ বেনাজীর পরিচালিত ‘প্রতিরোধ’ ছবিতে তাঁর গাওয়া ‘ডাকে পাখি খোলো আঁখি’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
এবার ‘স্মৃতির পেয়ালা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন হৈমন্তী শুক্লা। গত ৪ এপ্রিল তিনি কলকাতার একটি স্টুডিওতে এ গানে কণ্ঠ দেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন নাজির মাহমুদ।
নতুন গান প্রসঙ্গে এই বর্ষীয়ান শিল্পী বলেন, ‘বাংলাদেশের প্রতি আমার অগাধ ভালোবাসা। চার বছর আগে শেষবার বাংলাদেশে গিয়েছিলাম। আরেকবার যেতে চাই। এ গানের কথা ও সুর আমাকে মুগ্ধ করেছে। এখন তো আর নিয়মিত গাইতে পারি না। তবে প্রযোজক পলাশ দেবনাথের পাঠানো গানটির ডেমো শুনেই ভালো লাগল। অনেক দিন এমন কথা ও সুর পাইনি। তাই পলাশকে বললাম রেকর্ড করে নিতে। ভিডিওতে আমিও থাকব।’
Comments