Image description

বাংলাদেশের রক, হার্ডরক, থ্রাসমেটাল ও ক্ল্যাসিক গানের গায়ক কে এইচ এন মঞ্চ মাতালেন। দানবীয় গায়কির ওপর ভর করে যথারীতি শ্রোতাদের মন কাড়লেন শিল্পি  কে এইচ এন।

এদিকে ২০২৪ সালে প্রযোজনা সংস্থা বৈষ্টমী রক ফেস্ট করার ঘোষণা দিয়ে দুইটি কনসার্ট করার পর অনিবার্য কারণে রকফেস্টের বাকী শো গুলো বন্ধ রেখেছিল। আগামী জুন মাসের ১৯ তারিখে দেশের খ্যতনামা ব্যান্ডগুলোকে নিয়ে আবার কনসার্ট শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা করেন সংস্থার সিইও আয়শা এরিন।

শুক্রবার পূর্বাচলের আলোচিত রেস্টুরেন্ট সুন্দরী তে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এরিন বলেন, আজ কে এইচ এন পারফর্ম করছেন। ১৯ জুন এর শো তে আমরা চিরকুট, হাইওয়ে,পথিক নবী, আভাস ও কে এইচ এন কে পাব বলে মনে করছি।

অন্যদিকে চিরচেনা আদলে এদিন কে এইচ এন সাদাকালো, মোহিনী, সুখ, সিড়ির নীচে পানের দোকান, সুরঞ্জনা, শিখা বাঈ, জিগোলো, হান্নান মিয়ার রক্ত গরম, শ্রেয়া শীর্ষক গানগুলো পরিবেশন করেন। 

বৈষ্টমীর এই বিশেষ আয়োজনে পথিক নবী, মনি জামান, হাইওয়ে ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।