
সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী র্যানা রাও শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। তবে আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত ২ লাখ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে।
একই মামলায় অভিযুক্ত কোন্দারু রাজুও ২ লাখ টাকার বিনিময়ে জামিন পেয়েছেন। তবে র্যানা রাওয়ের ক্ষেত্রে জটিলতা রয়ে গেছে। এই মামলায় জামিন পেলেও, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারাতেও তিনি অভিযুক্ত। ওই মামলায় এখনও তার জামিন মেলেনি, ফলে এখনই জেল থেকে তার মুক্তি মিলছে না।
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, জামিনে মুক্ত হলেও কন্নড় অভিনেত্রী দেশ ছাড়তে পারবেন না।
উল্লেখ্য গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে র্যানা রাওকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বাড়ি থেকে ২ কোটি ৬৭ লাখ টাকা নগদ এবং ২ কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করে তদন্তকারী সংস্থা। অভিনেত্রী এই বিপুল পরিমাণ টাকা ও সোনার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি।
দুবাইয়ের শুল্ক দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে র্যানা দুবাই থেকে সোনা কিনেছিলেন। সে সময় তিনি ঘোষণা করেছিলেন যে, ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। তবে পরবর্তীতে দেখা যায়, তিনি জেনেভায় না গিয়ে সোনা নিয়ে ভারতেই ফিরে এসেছিলেন। এই ঘটনার সূত্র ধরেই তার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ ওঠে এবং তিনি গ্রেপ্তার হন।
Comments