
আবারও বিনোদন তারকারা মাতাতে যাচ্ছেন ক্রিকেট মাঠ। আগামী ৫ মে, ২০২৫ ইং বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি)। চলবে ১২ মে পর্যন্ত। টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এদিকে গতকাল ১ মে রাত ৮টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিসিটির ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জানানো হয় এবার খেলবে চারটি দল। টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পারটান্স নামে চারটি টিম নিয়ে আলোচনা করা হয়। এ সময় ৪ টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে তাদের নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
আরও উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, রোশান, নাদিয়া, তৌসিফ, জেফার, কর্নিয়া, আরেফিন রুমি, দীপা খন্দকার, তাসনিয়া ফারিন, পার্থ শেখ, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, রাশেদ সীমান্ত, সাজ্জাদ খান সান, সারিকা সাবরিন, আইরিন সুলতানা, তানহা তাসনিয়া, রুকাইয়া জাহান চমক, শ্যামল মাওলা, কন্টেন্ট ক্রিয়েটর বাপ-কা-বেটা এবং মাশরুর ইনান (কিটো ভাই) সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ইভেন্টটির আয়োজকে ভূমিকায় রয়েছেন এসএস স্পোর্টস।
Comments