
তিনটি স্থলবন্দর বন্ধ ও একটি স্থগিতের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বন্ধের সিদ্ধান্ত নেওয়া স্থলবন্দরগুলো হলো চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ।
এছাড়া গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে গুম কমিশন, প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে আলোচনা হয়।
প্রেস সচিব আরও জানান, বৈশ্বিক বিনিয়োগ হার বর্তমানে ১৫ থেকে ১৬ শতাংশ হলেও গত ছয় মাসে বাংলাদেশের বিনিয়োগ হার বেড়ে দাঁড়িয়েছে ১৭ থেকে ১৮ শতাংশ। এ তথ্যও উপদেষ্টা পরিষদের আলোচনায় উঠে আসে।
তাছাড়া ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
Comments