Image description

দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে সরকার যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে তিনটি কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর মোট ব্যয় হবে প্রায় ১৪৪২ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা। মঙ্গলবার (১৯ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, প্রতিটি কার্গো এলএনজির দাম প্রতি এমএমবিটিইউতে যথাক্রমে ১১.৪৪, ১১.৩৪ এবং ১১.৫৪ মার্কিন ডলার পড়বে। তিনি বলেন, তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত মূল্যে এলএনজি কেনা হচ্ছে এবং এই পদক্ষেপের ফলে আপাতত গ্যাসের দাম বাড়ানোর কোনো চাপ নেই। 

একই বৈঠকে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার এবং ১৫ হাজার মেট্রিক টন রক সালফার কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।