Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর অধীনে হল সংসদ নির্বাচনে কবি জসীম উদ্দিন হলের ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন ঢাবির মেধাবী ছাত্র মুহাম্মদ ওসমান গণী, যিনি চট্টগ্রামের সাতকানিয়ার “কাঞ্চনা আনওয়ারুল উলুম ইসলামিয় সিনিয়র আলিম মাদ্রাসা” থেকে কৃতিত্বের সাথে দাখিল উত্তীর্ণ হয়ে ঢাবিতে পা রেখেছেন। এবার দেশসেরা ঢাবির আলোচিত ডাকসু নির্বাচনের অধীনে হল সংসদ নির্বাচনে কবি জসীম উদ্দিন হলের ভিপি পদে নির্বাচনে অংশ নেওয়ায় ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ওসমান গণী সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের হালুয়াঘোনা এলাকার আবুল মোহছেনের ছেলে। সে কাঞ্চনা আনওয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর খাতায় নাম লেখান। ডাকসু নির্বাচনের হল সংসদ নির্বাচনে কবি জসীম উদ্দিন হলের ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য ফরম নিয়েছেন তিনি।

মাদ্রাসায় পড়াকালীন তিনি মেধা বিকাশের পাশাপাশি প্রতিষ্ঠান ও ছাত্রদের উন্নয়নে অতুলনীয় ভূমিকা রাখায় ছাত্র ও শিক্ষকদের মনে জায়গা করে নিয়েছিলেন, যা ঢাবিতে গিয়েও থেমে থাকেনি। ঢাবি সহপাঠীদের সাথে সুসম্পর্ক ছাড়াও নানা কল্যাণমুখী কাজ চালিয়ে গিয়েছেন। এমনকি তার হল মসজিদের জন্য সম্প্রতি ফ্রী মেডিসিন সার্ভিস, এসি ব্যবস্থা করে প্রশংসিত হয়েছেন, যা পত্রিকাতেও স্থান পেয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে ছিল তার সক্রিয় অবস্থান।

মাদ্রাসা পটভূমি থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ পদে লড়ছেন, এমন ঘটনায় ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। শিক্ষামূলক আদর্শের ওপর ভিত্তি করে স্বতন্ত্রভাবে এই পদপ্রকাশ, অনেকের কাছে নতুন রাজনৈতিক ভাবনার প্রতীক হয়ে উঠেছে।

তার সাবেক সহপাঠীরা জানান, ওসমান আমাদের অত্যন্ত ভালো বন্ধু। ভালো বন্ধুর আইডল সে। তার যে চিন্তা-চেতনা, আদর্শিক মনোভাব এটা তাকে অনেকদূর নিয়ে যাবে বলে আমরা আশা করি।

তার সাবেক শিক্ষকদের মধ্যে কয়েকজন বলেন, ওসমানের চিন্তাশীল মনোভাব দৃষ্টিভঙ্গি অন্য সবার থেকে আলাদা।প্রখর চিন্তা ও দৃঢ় পদক্ষেপ তার কাজে নতুন মাত্রা যোগায়। ঢাবির ভিপি পদে বিজয়ী হলে সে দৃশ্যমান ভূমিকা রাখতে সক্ষম হবে।

কবি জসীম উদ্দিন হল ভিপি পদপ্রার্থী ওসমান গণী বলেন, সাম্প্রতিক ডাকসুর আমেজ বইছে। পুরো বাংলাদেশ তাকিয়ে আছে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের দিকে।

তিনি আরও বলেন, বিশ্বিবিদ্যালয় ভর্তির পর থেকে ইচ্ছা ছিল- সমাজ ও দেশের জন্য ভিন্ন কিছু করার। সে জায়গা থেকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্বিবিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কবি জসীম উদ্দীন হলে নির্বাচনে অংশ নেয়া। এখনো অনেক পথ বাকি। দোয়া চাই সবার কাছ থেকে।