Image description

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, কিছু নাবালক দলের নেতাকর্মী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “আগে বাচ্চা হওয়ায় তাদের মাফ করা হয়েছে। কিন্তু এখন যদি তারা পাগল হয়, তাহলে তাদের আর মাফ করা হবে না।”

মঙ্গলবার বিকেলে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, কিছু "নাবালক দল ও অবুঝ শিশুরা" বলে বেড়াচ্ছে যে আগামীতে নির্বাচন হবে না। তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন-সংগ্রামের যতটা বয়স, তাদের জীবনের বয়সও সেটুকু হয়নি। তাই বাংলাদেশের মাটিতে কথা বললে বুঝে-শুনে বলতে হবে।”

তিনি বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যেসব কর্মী গুম, খুন ও রক্ত দিয়েছেন, তারা একটি গণতান্ত্রিক সরকার দেখতে চান।

এই বিএনপি নেতা আরও বলেন, “এই মানুষগুলো রাজপথে জীবন দিয়েছে আপনাদের সেবা করার জন্য নয়, আপনাদের পাঁচ বছর উপদেষ্টা হিসেবে দেখার জন্য নয়, কিংবা আপনাদের নতুন দলকে মাথায় তুলে নাচার জন্য নয়। এ দেশের মানুষের রক্ত দিয়ে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতার স্বাদ ভোগ করতে হলে একটি সঠিক ও সুন্দর নির্বাচন দিতে হবে।”

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।