Image description

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে লেনদেন। কমেছে ৬০ ভাগ কোম্পানির শেয়ারদর। টানা দরপতনের প্রতিবাদে মতিঝিলে প্রতীকী কফিন নিয়ে মিছিল করে সাধারণ বিনিয়োগকারীরা। এসময় বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

সরকারের নির্বাহী আদেশে শনিবার খোলা ছিল দেশের দুই শেয়ার বাজার। এদিন লেনদেনও হয় কিছুটা ইতিবাচক। তবে রোববার আবারো দরপতনের ফলে দিনশেষে ডিএসইএক্স সূচক ২৯ দশমিক তিন আট পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে।

সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয় ২শ ৯২ কোটি ৬০ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২৯ কোটি ৭৪ লাখ টাকা।

হাতবদলে অংশ নেওয়া ৪০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১০২টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ২৪১টি এবং অপরিবর্তিত ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

টানা দরপতনের প্রতিবাদে প্রতীকী কফিন মিছিল শেষে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা।

শেয়ার বাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা প্রতীকি কফিন মিছিল-এ অংশ নেন। ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।