Image description

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নৈহটি ইউনিয়নের জয়পুর এলাকার একটেল টাওয়ারের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত মানিক (৩৭) রূপসা চর বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। মানিক খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি’ কোম্পানির সদস্য ছিলেন বলে জানা গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে একটি ভ্যানে ইলাপুরের দিকে যাচ্ছিল মানিক। পথে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় বিদ্ধ হলে মানিক মাটিতে পড়ে যায়। তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা সাধারণ মানুষের সাথে মিশে যায়।