Image description

ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে অসন্তোষ প্রকাশ করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন ঐ এলাকার জনগন। রোববার বেলা ১১টা থেকে মহাসড়কের বিজয়নগর চান্দুরা মোড় এলাকায় এ অবরোধ কর্মসূচি চলছে। এতে অবরোধস্থলের দুপাশে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টিহয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা ও চালকেরা। 

সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি চলছে। বেলা সোয়া ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধকারীরা সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয়। 

সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক ও বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন সাংবাদিকদের জানান,আমরা অখন্ড বিজয়নগর চাই। এ দাবিতে আমরা দলমত নির্বিশেসে আন্দোলনে নেমেছি। দাবি পূরণ না হওয়া পযন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিজয়নগর উপজেলার চান্দুরা, বুধন্তী ও হরষপুর এ তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাথে অন্তর্ভুক্ত করে গত জুলাই মাসে আসন পুনর্বিন্যাসের প্রস্তাব করলে বিজয়নগর উপজেলাবাসী এর প্রতিবাদ জানিয়ে অখন্ড বিজয়নগর দাবি করে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

কিন্তু সম্প্রতি নির্বাচন বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করে আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করলে বিজয়নগর উপজেলাবাসীর মাঝে তীব্র ক্ষুব্দ প্রতিক্রিয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার বেলা ১১টা থেকে দলমত নির্বিশেষে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে তারা এ অবরোধ কর্মসূচি পালন করে আসছেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান,অবরোধ চলাকালে যেন কোন যানবাহন কিংবা কোন যাত্রী সাধারণের কোন ক্ষতি না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। এ ছাড়া অবরোধকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর তৎপরতাও অব্যাহত রেখেছি ।