Image description

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে কবরস্থানের গেটে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী জানান, সুমনের বাড়ি ভোলার পখিয়া গৌরনদী এলাকায়। শনিবার ঢাকায় মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় তারা ঘুরতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। এ সময় তারা সুমনের হাতে থাকা মোবাইল ফোনটি নিতে চায়। তাতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় সুমনের। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোনটি নিয়ে চলে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গুরতর আহত অবস্থায় সুমনকে প্রথমে সিকদার মেডিকেলে নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ৩টায় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুমনকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।