
কুমিল্লার দেবীদ্বারে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে এক প্রতিবেশী জঙ্গলে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানায়, ওই নির্জন এলাকায় দিনের বেলায়ও সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। রাতে ওই স্থানে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা চোখে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, জঙ্গলটিতে রাতে যাদের বিচরণ দেখা যায়, তাদের অধিকাংশই প্রভাবশালী ব্যক্তিদের সন্তান। প্রতিবাদ কিংবা অপরাধীদের অভিভাবকদের কাছে বিচার দিতে গিয়ে অনেককে হয়রানির শিকার হতে হয়েছে।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, এটি একটি স্পর্শকাতর ঘটনা। তার ধারণা, অপরাধীরা ওই নারীকে হত্যা করে দুই দিন আগে নির্জন এই জঙ্গলে ফেলে যেতে পারে। চল্লিশোর্ধ্ব এই নারীর শরীরে তেমন পচন না ধরলেও মুখোমণ্ডলে পোকা বাসা বাঁধায় চেহারা বোঝা যাচ্ছে না। তবে পেটের অংশ ফুলে থাকার কারণে তিনি গর্ভবতী ছিলেন বলেও ধারণা করা হচ্ছে।
এসআই মাজহারুল বলেন, সিআইডি, পিবিআই ও নারী পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে লাশের সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Comments