Image description

রাজধানীর মাটিকাটা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সফল অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ২টা থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করে ভাষানটেক সেনা ক্যাম্পের ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড। অভিযানে ০৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলভার ও ২৮ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনা ক্যাম্পে থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প দীর্ঘদিন ধরে এই গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে অভিযানটি চালানো হয়। আনুমানিক ভোর ৫টার দিকে গ্যাং সদস্যরা যখন বুঝতে পারে যে তাদের গ্রেফতার এড়ানো অসম্ভব, তখন তারা টহলরত সেনা দলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। শেষ পর্যন্ত সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয় এবং সেনাবাহিনীর টহল দলের হাতে ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, এই গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেনাবাহিনীর এই অভিযানে এলাকার মানুষ এখন কিছুটা হলেও নিরাপদ বোধ করছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জননিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।