Image description

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে গিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে বাধা দিয়েছেন এলাকাবাসী। পথ খোলা রাখার দাবিতে তারা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন কিছু সময়ের জন্য আটকে দেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বুধবার ( ১৭ সেপ্টেম্বরর) সকাল সাড়ে ১০টার দিকে রেলওয়ের কর্মীরা আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকার একটি অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে গেলে এলাকাবাসী প্রতিবাদ জানান। 

এসময় স্থানীয়দের ভিড় বাড়তে থাকলে ক্ষুব্ধ হয়ে তারা দু’টি ট্রেন আটকে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১৫ মিনিট পর ট্রেন দুটি ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় সেটি বন্ধ করতে রেলওয়ে কর্তৃপক্ষ যায়। কিন্তু এলাকাবাসীর বাধার কারণে দু’টি ট্রেন কিছু সময়ের জন্য আটকে পড়ে। বিষয়টি নিয়ে সমাধান করা হবে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর একই এলাকার গিরিশনগরে একটি অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী পপি আক্তার (২৩) ও চালক সাদিক মিয়া (৩৭) নিহত হন।