Image description

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপনের জন্য হবিগঞ্জ জেলার মাধবপুরে ১১৫টি মন্ডপ  প্রস্তুত করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথি দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আচার-অনুষ্ঠান। ১ অক্টোবর মহা অষ্টমী এবং ২ অক্টোবর মহানবমী পূজা। ৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। 

পূজাকে কেন্দ্র করে সারাদেশের মতো হবিগঞ্জের মাধবপুরে পূজারি ও ভক্তের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। পূজারিদের বিশ্বাস অসুর বিনাশী দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ সাধন হয়ে শান্তি বিরাজ করবে মর্ত্যে।

মাধবপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শংকর পাল সুমন জানান, প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষের পথে। তারপরও বাকি কাজ শেষ করার জন্য দিনরাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা। মন্ডপ সাজসজ্জার কাজ শেষ করলেই উৎসবের আমেজে মেতে উঠবেন সবাই। পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী সব পূজারি ও ভক্তের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। এছাড়া প্রত্যেক মন্ডপে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মাধবপুর উপজেলার পূজা উদযাপন পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ জাহিদ বিন কাসেম এর তথ্য মতে উপজেলায় এবার ১১৫টি পূজা মন্ডপে সাড়ম্বরে পূজা অনুষ্ঠিত হবে।