Image description

পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা দ্বিতীয় বিবাহ করায় অভিমানে অনার্স পড়ুয়া ছেলে আত্মহত্যা করেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আব্দুর রহমান খান সম্প্রতি দ্বিতীয় বিবাহ করেন। বিষয়টি জানতে পেরে ছেলে মোঃ মেহেদী হাসান (২০) পিতামাতার সাথে রাগারাগি করেন। সে পিতার দ্বিতীয় বিবাহ মেনে নিতে না পেরে রোববার সকালে ঘরে থাকা চালে দেয়া বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলে। পরে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রোববার রাত ০৯ টায় মৃত্যুবরণ করেন। 

নিহত মেহেদী হাসান পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিল। 

দক্ষিন ইন্দুরকানী গ্রামের ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন জানান, লোকমুখে শুনেছি বাবা দ্বিতীয় বিবাহ করায় ছেলেটি বাবা-মায়ের সাথে রাগ করে আত্মহত্যা করেছে। তবে আমি ঘটনাস্থলে যাইনি। সেখানে গিয়ে বিস্তারিত বলতে পারবো। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন জানান, নিহত কলেজ ছাত্র খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমি আত্মহত্যার খবরশুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। যেহেতু সোনডাঙ্গা থানা এলাকায় তার মৃত্যু হয়েছে তাই সংশ্লিষ্ট থানা এ বিষয়ে আইনগত ব্যবস্থা্ গ্রহন করবেন।