Image description

চট্টগ্রামের আনোয়ারায় সাড়ে ৩ ভরি চোরাই স্বর্ণসহ চোরচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়পুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল, রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আজিজুর রহমান বাবুল প্রকাশ বাবু (৪১) ও একই এলাকার দুদু মিয়ার ছেলে শওকত হোসেন (৩১)। এসময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘সম্প্রতি আনোয়ারা সদরের জয়কালী বাজারের একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে পুলিশ চোরাইকৃত স্বর্ণ ও নগদ টাকাসহ চোর চক্রের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।’ 

তিনি বলেন, রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।