Image description

হলুদ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর উল্লেখ করে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের সত্য ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট রাখতে হবে। সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও ক্ষেত্র।

রোববার সকাল ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তনে প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। মুখ্য আলোচক ছিলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান এ কে এম আব্দুল হাকিম। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুল সবুর এবং বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নৃপেন্দ্র বিশ্বাস।

বিচারপতি হাকিম বলেন, “অপ-সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের জন্য হুমকি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”

সেমিনারে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা এবং অপ-সাংবাদিকতা থেকে বিরত থাকার উপায় নিয়ে মতবিনিময় করেন।