
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুড়াপাড়া কলেজ শাখা। গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজ প্রাঙ্গণে সংঘটিত এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আজ মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন। তিনি বলেন, “মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের চঞ্চল প্রধান, মাহবুব ভূইয়া, লিখন প্রধানসহ ১০ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল হেল্প ডেস্কে হামলা চালায়। এই হামলা শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক চর্চা ও শান্তিপূর্ণ পরিবেশ ধ্বংসের ঘৃণ্য প্রচেষ্টা। ছাত্রশিবির সবসময় শান্তিপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু একটি বিশেষ মহল তা সহ্য করতে না পেরে এ ধরনের হামলা চালাচ্ছে।”
ইমরান হাসান তুহিন আরও বলেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ কার্যক্রম অব্যাহত রাখবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাইনুল হাসান শান্ত, মো. শাহিন আকন্দ, মো. শুভ সরকার, আরাফাত হোসেন, আরিফ আজারুল ইসলাম নাহিদসহ অনেকে।
ছাত্রশিবিরের নেতারা জানান, এই হামলা শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। তারা স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের কাছে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
Comments